নীলফামারীতে বালুর ট্রাক্টরের চাপায় রাশেদুল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে সদরের কচুকাটা বন্দর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাশেদুল ইসলাম কচুকাটা বড়বাড়ি এলাকার মাহাবুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় বাজার থেকে তারকাটা কিনে রাশেদুল মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে নীলফামারীগামী দুটি ট্রাক্টরকে অতিক্রমের সময় তার মোটরসাইকেলটি সামনের ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে। এতে তিনি সড়কে পড়ে যান। এ সময় পিছনে থাকা আরেকটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠান। ঘটনার পরই ট্রাক্টর আটক করেছে পুলিশ। তবে চালক পালাতক।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।