কোনো অপশক্তি নির্বাচন বিঘ্নিত করতে পারবে না : খুলনা বিভাগীয় কমিশনার

‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সব কিছু সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কমিশনের আইন-কানুন ও প্রণীত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হবে।’

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
পরিবেশবান্ধব ফলের বাগান ও সৌন্দর্য্যবর্ধন প্রকল্প উদ্বোধন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ
পরিবেশবান্ধব ফলের বাগান ও সৌন্দর্য্যবর্ধন প্রকল্প উদ্বোধন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ |নয়া দিগন্ত

খুলনা বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ বলেছেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো অপশক্তি নির্বাচন বিঘ্নিত করতে পারবে না। কেউ যাতে নির্বাচন বিঘ্নিত করতে না পারে সে ব্যাপারে খুলনা বিভাগের ১০ জেলায় নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।’

তিনি বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সব কিছু সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কমিশনের আইন-কানুন ও প্রণীত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হবে।’

শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ শহরের চাকলাপাড়াস্থ সার্কিট হাউস এলাকায় পরিবেশবান্ধব ফলের বাগান ও সৌন্দর্য্যবর্ধন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিভাগীয় কমিশনার বলেন, ‘ঝিনাইদহের মানুষ বেশি আবেগপ্রবণ। তবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আশা করছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবেন।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো: মনজুর আলম, ঝিনাইদহ জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার (এসপি) মো: মাহফুজ আফজাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, নবনির্বাচিত সভাপতি আসিফ ইকবাল মাখনসহ প্রশাসনের কর্মকর্তারা।