সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ভোট আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১৯ জানুয়ারির মধ্যে তাকে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
নির্বাচনী অনুসন্ধান কমিটির সূত্রে জানা গেছে, ‘প্রিয় আনোয়ারা’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনার প্রমাণ পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে ভিডিওটির সত্যতা নিশ্চিত করে তা সংরক্ষণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম-১৩ আসনের ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান শাহরিয়ার শামস এ শোকজ নোটিশ জারি করেন।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৩ ও ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না—সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশ অনুযায়ী, আগামী ১৯ জানুয়ারি সকাল ১১টার দিকে চট্টগ্রামের সিনিয়র সিভিল জজ তৃতীয় আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত বক্তব্য দাখিল করতে বলা হয়েছে। একই সাথে শোকজ নোটিশ দ্রুত জারি ও প্রতিবেদন পাঠাতে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।



