পুঠিয়ায় কৃষকলীগ নেতা গ্রেফতার

রাতে পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

Location :

Rajshahi
গ্রেফতার কৃষকলীগ নেতা
গ্রেফতার কৃষকলীগ নেতা |নয়া দিগন্ত

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ায় কৃষকলীগ নেতা হেলাল উদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

হেলাল শিলমাড়িয়া ইউনিয়নের কানমাড়িয়া গ্রামের মেহের আলীর ছেলে এবং শিলমাড়িয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, হেলাল উদ্দিন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার কাজে লিপ্ত থাকার পাশাপাশি নাশকতার চেষ্টা করছিল। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।