নগরকান্দায় নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার

‘মঙ্গলবার থেকে আমার ছোট ভাই বাড়িতে ফেরেনি। আজ শুক্রবার সকালে স্থানীয়রা আমাদের পুকুরে একটি লাশ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। পরে আমরা পুলিশে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। আমার জানামতে, আমার ছোট ভাইয়ের সাথে কারো কোনো শত্রুতা ছিল না। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা আমরা বুঝতে পারছি না।’

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
ফরিদপুরের নগরকান্দায় পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে
ফরিদপুরের নগরকান্দায় পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে |প্রতীকী ছবি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিখোঁজের তিন দিন পর নিজ পুকুর থেকে আঞ্জু মোল্লা (৬০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের পূর্ব রাধানগর এলাকার গনি মোল্লার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আঞ্জু মোল্লা পূর্ব রাধানগর গ্রামের মরহুম গনি মোল্লার ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে আঞ্জু মোল্লা নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তিনি এক ছেলে ও তিন মেয়ের জনক।

নিহতের স্ত্রী সুফিয়া বেগম বলেন, ‘গত মঙ্গলবার রাতে আমার স্বামী বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো খোঁজ পাইনি। কে বা কারা আমার স্বামীকে হত্যা করেছে, আমি এর সুষ্ঠু বিচার চাই।’

নিহতের বড় ভাই সারোয়ার মোল্লা বলেন, ‘মঙ্গলবার থেকে আমার ছোট ভাই বাড়িতে ফেরেনি। আজ শুক্রবার সকালে স্থানীয়রা আমাদের পুকুরে একটি লাশ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। পরে আমরা পুলিশে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। আমার জানামতে, আমার ছোট ভাইয়ের সাথে কারো কোনো শত্রুতা ছিল না। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা আমরা বুঝতে পারছি না।’

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, সকালে পুকুরে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ব্যক্তি পূর্ব রাধানগর গ্রামের মরহুম গনি মোল্লার ছেলে আঞ্জু মোল্লা। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।