ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

৬ লেনের দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন, অবরোধ

আন্দোলনকারীরা বলেন, আমাদের দাবি একটাই, আরকান সড়ক ছয় লেন চাই। এ সড়কে আর কোনো মায়ের বুক খালি হোক আমরা তা চাই না। এ সড়ক আমাদের ভাই-বোনের রক্তে লাল হয়ে আছে। এ সড়ক ছয় লেনে উন্নীত করা না হলে পরবর্তীতে আমরা ২৪ ঘণ্টার ব্লকেড কর্মসূচি দিতে বাধ্য হবো।

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)
লোহাগাড়ায় গাছ ফেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক করে এলাকাবাসী
লোহাগাড়ায় গাছ ফেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক করে এলাকাবাসী |নয়া দিগন্ত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করার দাবিতে লোহাগাড়ায় মানবন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে মহাসড়কের মাশাবির সামনে থেকে শুরু হয়ে বটতলী মোটরস্টেশন এলাকায় পুলিশ বক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আরেক অংশ ছিল উপজেলা পরিষদের সামনে। এ সময় প্রায় ১ ঘণ্টা অবরোধ চলাকালে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে লোহাগাড়ার সর্বস্তরের জনগণ অবরোধ কর্মসূচিতে অংশ নেন।

আন্দোলনকারীরা বলেন, আমাদের দাবি একটাই, আরকান সড়ক ছয় লেন চাই। এ সড়কে আর কোনো মায়ের বুক খালি হোক আমরা তা চাই না। এ সড়ক আমাদের ভাই-বোনের রক্তে লাল হয়ে আছে। এ সড়ক ছয় লেনে উন্নীত করা না হলে পরবর্তীতে আমরা ২৪ ঘণ্টার ব্লকেড কর্মসূচি দিতে বাধ্য হবো।

মানববন্ধন ও অবরোধের খবর পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম আন্দোলনকারীদের সাথে কথা বলেন। পরে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।