চট্টগ্রামের বাঁশখালীতে গভীর সাগরে প্রচণ্ড ঝড়ে মাছ ধরা ট্রলার থেকে পড়ে রিদওয়ানুর হক (৪০) নামে এক জেলে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার ( ৮ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে বঙ্গোপসাগরের গন্ডামারার পশ্চিমে জাহাজ খারি এলাকায় এফবি মায়ের দোয়া নামে মাছ ধরার একটি ট্রলার ঝড়ের কবলে পড়ে। এ সময় তিনি ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন।
নিখোঁজ রিদুয়ানর হক বাঁশখালী উপজেলার ভন্ডামারা পূর্ব বড়ঘোনা আজগর আলী বাড়ির মোক্তার আহমেদের ছেলে বলে জানা গেছে।
বাঁশখালী চাম্বল বাংলা বাজার ট্রলার মালিক সমিতির সভাপতি হেফাজতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ‘১০ জন মাঝি-মাল্লাসহ অন্য ট্রলারের সাথে এফবি মায়ের দোয়া নামে ওই মাছ ধরা ট্রলারটি সাগরে মাছ শিকারে যায়। হঠাৎ সাগর উত্তাল হয়ে পড়লে মাছ ধরা ট্রলারগুলো ফিরে আসার পথে প্রচণ্ড ঝড়ের কারণে অন্য মাঝি মাল্লারা নিরাপদে ফিরে এলেও অসাবধানতাবশত রিদওয়ানুর নামে ওই জেলে সাগরে পড়ে নিখোঁজ হয়।
তিনি জানান, ঝড়ের মধ্যেও কয়েকটি মাছ ধরার ট্রলার সাগরে পড়ে নিখোঁজ হওয়া ওই জেলেকে উদ্ধার করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল বেলা আড়াইটা পর্যন্ত নিখোঁজ ওই জেলের সন্ধান পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।
নিখোঁজ জেলের বড় ভাইয়ের সূত্রে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল কক্সবাজার মহেশখালী কুতুবদিয়া চ্যানেলে সংঘটিত হয়েছে। নিখোঁজ জেলের বড় ভাইসহ অন্য জেলেরা ট্রলারসহ নিখোঁজ জেলের সন্ধান করে যাচ্ছে। এখনো তার সন্ধান পাওয়া যায়নি।’