সখীপুরে বিএনপি নেতার মৃত্যু

স্বজনদের অভিযোগ থানায় নির্যাতনের

রুবেলের মা রাহেলা পারভীন অভিযোগ করেন, আমার সুস্থ ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেল। পরে কিভাবে কী হলো কিছুই জানি না।

মুহাম্মদুল্লাহ, সখীপুর (টাঙ্গাইল)

Location :

Sakhipur
বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রুবেল
বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রুবেল |নয়া দিগন্ত

টাঙ্গাইলের সখীপুরে মোস্তাফিজুর রহমান রুবেল (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, অতিরিক্ত মদপানের কারণে তার মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবারের অভিযোগ, পুলিশ হেফাজতে নির্যাতনের কারণে রুবেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৬টার দিকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পথে রুবেলের মৃত্যু হয়। এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছিল।

সখীপুর থানা পুলিশ এসব তথ্য জানিয়েছে।

মোস্তাফিজুর রহমান রুবেল সখীপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার স্থায়ী বাড়ি বড়বাইদপাড়া, কাকড়াজান ইউনিয়ন। তিনি পরিবারসহ সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রুবেল মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন। রাত ৩টার দিকে মদপান করে পৌর এলাকায় একটি টেইলার্সের কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করেন। টেইলার্সের মালিক পুলিশে খবর দিলে সখীপুর থানার এসআই লিবাস চক্রবর্তী রুবেলকে থানায় নিয়ে যান। থানায় নেয়ার পর অতিরিক্ত মদপানের কারণে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

তবে রুবেলের মা রাহেলা পারভীন অভিযোগ করেন, আমার সুস্থ ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেল। পরে কিভাবে কী হলো কিছুই জানি না। আমার ছেলেটাকে মেরে ফেলা হয়েছে। আমি এর বিচার চাই।

রুবেলের মামা আবদুর রাজ্জাক তালুকদার বলেন, রুবেল সম্পূর্ণ সুস্থ ছিল। তাকে আটকের সময় পরিবারের কাউকে জানানো হয়নি। রুবেল অসুস্থ হলেও পরিবারের কাউকে জানানো হয়নি। এমনকি আমাদেরকে না জানিয়েই তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ আমাদের জানায় রুবেলের মৃত্যুর পরে। আমরা রুবেলের শরীরে নির্যাতনের চিহ্ন দেখেছি।

তবে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন, রুবেলকে মদ্যপ অবস্থায় উদ্ধার করার সময় সে ধাক্কাধাক্কি করে দোকানের একটি গ্লাসের সাথে আঘাতপ্রাপ্ত হয়। তার কপাল এবং শরীরের বিভিন্ন জায়গায় কেটে যায়।

ওসি আরো জানান, তাকে থানায় আনার পরে অবস্থা গুরুতর দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থা আরো খারাপ হলে চিকিৎসকের পরামর্শে তাকে টাঙ্গাইল সদর হাসপাতালের উদ্দেশে পাঠাই। পথেই তার মৃত্যু হয়। এর মধ্যে আমরা তার পরিবারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করি বলেও জানান ওসি।