গণভোটে ভোটার সচেতনতা জোরদারে গাসিকের মাসব্যাপী বিশেষ প্রচারণা

‘গণভোট একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া, যেখানে জনগণের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে যেন কোনো বিভ্রান্তি না থাকে, সেজন্যই এই বিস্তৃত সচেতনতামূলক উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিটি ভোটার যাতে গণভোটের বিষয়বস্তু, গুরুত্ব ও ভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য।’

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে গণভোটের গুরুত্ব তুলে ধরে ব্যানার ঝোলানো হয়েছে
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে গণভোটের গুরুত্ব তুলে ধরে ব্যানার ঝোলানো হয়েছে |নয়া দিগন্ত

আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন এবং একইসাথে অনুষ্ঠিতব্য গণভোটের বিষয়ে নগরবাসীর মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাসব্যাপী বিশেষ প্রচারণামূলক কর্মসূচি গ্রহণ করেছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুসরণ করে এবং সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় নগরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন, মাইকিং এবং ভ্রাম্যমাণ গাড়িতে ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটারদের গণভোটের গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করা হচ্ছে।

শনিবার (১০ জানুয়ারি) সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টসহ মহানগরীর বিভিন্ন স্থানে বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে। পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন ও বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে গণভোটের গুরুত্ব তুলে ধরে ব্যানার ঝোলানো হয়েছে।

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘গণভোট একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া, যেখানে জনগণের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে যেন কোনো বিভ্রান্তি না থাকে, সেজন্যই এই বিস্তৃত সচেতনতামূলক উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিটি ভোটার যাতে গণভোটের বিষয়বস্তু, গুরুত্ব ও ভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য।’

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান জানান, ইতোমধ্যে প্রায় ৪০ হাজার লিফলেট ছাপিয়ে প্রতিটি ওয়ার্ডে বিতরণের ব্যবস্থা করা হয়েছে এবং নগরের গুরুত্বপূর্ণ স্থানে অন্তত বিশটি বিলবোর্ড স্থাপন করা হচ্ছে।

তিনি আরো জানান, মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে নিয়মিত মাইকিং, ভ্রাম্যমাণ গাড়িতে ভিডিওচিত্র প্রদর্শনসহ নানামুখী প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।

গাজীপুর সিটি করপোরেশনের এই উদ্যোগের মাধ্যমে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়বে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা আরো সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।