দৈনিক নয়া দিগন্তে ‘নগরকান্দা-পুরাপাড়া সড়ক যেন মরণফাঁদ : জনদুর্ভোগ চরমে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের পর অবশেষে নগরকান্দা-পুরাপাড়া সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে দীর্ঘদিনের জনদুর্ভোগের পর এই কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। এদিন সকাল ১০টার দিকে সড়কে ট্রাকে ইট এনে বড় বড় গর্ত ভরাট করে ইটের সলিংয়ের কাজ শুরু হয়। এই হঠাৎ সংস্কার কার্যক্রম দেখে পথচারী ও স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।
একজন অটোচালক জানান, ‘পত্রিকায় লেখার কারণে আজ রাস্তায় ইট পড়েছে। এখন অন্তত অটো গাড়িটা ঠিকমতো চালানো যাবে।’
তবে অনেকেই এই পদক্ষেপকে অস্থায়ী সমাধান হিসেবে দেখছেন। তাদের মতে, অতীতেও এমন দায়সারা সংস্কার করা হয়েছে যা কয়েক মাসের মধ্যেই নষ্ট হয়ে গেছে। ভারী যানবাহন চলাচলের কারণে ইটের সলিং বেশি দিন টেকসই হয় না। এলাকাবাসী কার্পেটিংয়ের মাধ্যমে টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন। গণমাধ্যমের হস্তক্ষেপে কাজ শুরু হওয়ায় স্থায়ী সমাধানের প্রত্যাশা নগরকান্দাবাসীর।
উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক জানান, ‘আপাতত বড় গর্তগুলো ইটের সলিং দিয়ে ভরাট করা হচ্ছে। এই সড়কটি সংস্কারের জন্য উপজেলার এক নম্বরে রয়েছে। জুলাই মাসে টেন্ডার হবে এবং আশা করা হচ্ছে, নভেম্বরে কার্পেটিংয়ের কাজ শুরু হবে।