সিরাজগঞ্জের তাড়াশে জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাতে আব্দুল আজিজ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকালে মালশিন গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুল আজিজ উপজেলা মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামের এনসাব আলীর ছেলে বলে জানা গেছে।
মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহির রায়হান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামের আব্দুল আজিজ জমিতে
পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিল। তখন হালকা বৃষ্টিও ছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যায় আজিজ। পরে স্বজনরা গিয়ে তার লাশ উদ্ধার করে।