রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন গ্রেফতার

শুক্রবার বিকেলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
গ্রেফতার ছাত্রলীগ নেতা শাহিন
গ্রেফতার ছাত্রলীগ নেতা শাহিন |নয়া দিগন্ত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো: শাহিন শেখকে দুবাই পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

গ্রেফতার শাহিন সদর উপজেলার রামকান্ত পুর গ্রামের মো: লোকমান শেখের ছেলে।

তিনি ২০২২ সালের মার্চ মাসে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।