জমি নিয়ে বিরোধ

ঝিনাইদহে ভাইকে হত্যার দায়ে আপন ২ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড

২০১১ সালের ১৪ মে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাই অ্যাডভোকেট আনোয়ার হোসেন কদরকে নির্মমভাবে হত্যা করা হয়। নিহতের স্ত্রী মাজেদা ইয়াসমীন আটজনকে আসামি করে হত্যা মামলা করেন। আসামি আমিনুল ইসলাম কদু ও আক্তারুজ্জামান মধু ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেন।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah Sadar
ঝিনাইদহে ভাইকে হত্যার দায়ে আপন ২ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড
ঝিনাইদহে ভাইকে হত্যার দায়ে আপন ২ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড |নয়া দিগন্ত

ঝিনাইদহে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাইকে হত্যার দায়ে আপন দুইভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (২ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহ শহরের পার্কপাড়ার আমিনুল ইসলাম কদু ও আক্তারুজ্জামান মধু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৪ মে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাই অ্যাডভোকেট আনোয়ার হোসেন কদরকে নির্মমভাবে হত্যা করা হয়। নিহতের স্ত্রী মাজেদা ইয়াসমীন আটজনকে আসামি করে হত্যা মামলা করেন। আসামি আমিনুল ইসলাম কদু ও আক্তারুজ্জামান মধু ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেন।

অপর ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করা হয়।

খালাসপ্রাপ্তরা হলেন- কাজী মিজানুর রহমান লাল্টু, কাজী গোলাম হায়দার, কাজী রাকিবুল হাসান হিল্লোল, হাবিবুর রহমান ও মরহুম লুৎফর রহমান।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর এস এম মশিযুর রহমান, আসামি পক্ষে অ্যাডভোকেট রজব আলী, মাহফুজুর রহমান বুলু ও আনোয়ার হোসেন।