সাদুল্লাপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Sadullapur

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মামুন মিয়া (৩০) নামের ছোট ভাইয়ের ছুরিকাঘাতে ফুয়াদ মিয়া (৫০) নামের বড় ভাই নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচাতো ভাই।

শুক্রবার (১১ জুলাই) বিকেলের দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যার শিকার ফুয়াদ মিয়া মীরপুর গ্রামের আফজাল মাস্টারের ছেলে ও ঘাতক মামুন মিয়া একই গ্রামের নুরু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন মিয়া ও তার ভাই আল আমিন মিয়ার মধ্যে বন্ধকি কচুক্ষেত নিয়ে ঝগড়া-বিবাদ শুরু হয়। এই ঝামেলা থামানোর জন্য ফুয়াদ মিয়া এগিয়ে আসলে মামুন মিয়া তার বুকে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ফুয়াদ। তখন স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ফুয়াদ মিয়ার স্বজনরা মামুনকে ঘটনাস্থলে আটক করে পুলিশে সোর্পদ করেছে। মামুন ও তার ভাই আল আমিন মিয়া দীর্ঘ দিন ধরে মাদক কারবারের সাথে জড়িত বলেও জানায় এলাকাবাসী।

ঘটনার সত্যতার স্বীকার করেছেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সফিকুল ইসলাম লাল চান। তিনি বলেন, পারিবারিক বিরোধের জেরে হত্যার শিকার হয়েছেন ফুয়াদ মিয়া।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আছেন তিনি। সেখানে মামুন মিয়ার নামের এক যুবককে আটক করা হয়েছে।