বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পিরোজপুর জেলা শাখার ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেন জাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
নতুন কমিটিতে অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদারকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট আকরাম আলী মোল্লাকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সক্রিয় আইনজীবীদের।
কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট আবুল কালাম আকন, অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহম্মদ, অ্যাডভোকেট ফিরোজ খান বাবু, অ্যাডভোকেট নুরুল ইসলাম সরদার শাহজাহান, অ্যাডভোকেট মুজিবুর রহমান হাওলাদার, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মামনুল হাসান সেন্টু, অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু, অ্যাডভোকেট মো: নিয়াম হাসানাত, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট রোজ-ই-রাব্বি সানি।
বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।