ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আজ বুধবার (২০ আগস্ট) ফেনী আসছেন। তিনি বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন ফেনী জেলা শাখার গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
সংগঠনের জেলা সেক্রেটারি একরামুল হক ভূঁঞা জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক ও গণমুখী রাজনৈতিক সংগঠন। জুলাই অন্দোলনে তাদের নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার আদায়ে অবিরাম সংগ্রাম চালিয়ে আসছে। তারই অংশ হিসেবে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ফেনীর পরশুরামে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনীতে গণসমাবেশের ডাক দিয়েছে।
সংগঠনের ফেনী জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঞার সভাপতিত্বে সমাবেশে ইসলামী চিন্তাবিদ, বরেণ্য শিক্ষাবিদ, সাংবাদিক ও সংগঠনের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। গণসমাবেশের যাবতীয় প্রস্ততি সম্পন্ন হয়েছে।
তিনি আরো বলেন, সরকারের ফ্যাসিবাদী হয়ে উঠার প্রবণতাকে রুখে দিতে আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে দিতে হবে। ইতোমধ্যে দেশের সাধারণ ভোটারদের পক্ষ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জোরালো আকার ধারণ করেছে। জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার আগেই সরকারকে নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা করার অনুরোধ জানান তিনি।
ইসলামী আন্দোলন ফেনী জেলা সভাপতি গাজী এনামুল হক ভূঁঞা দলের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের ফেনীবাসীকে সমাবেশে যোগদানের জন্য অনুরোধ জানিয়েছেন।
বিকেল ৩টা থেকে এই গণসমাবেশ শুরু হবে। সমাবেশে চরমোনাই পীর ছাড়াও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ইউসুফ আব্দুল্লাহ মানসুর প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।