কুমিল্লার চৌদ্দগ্রামে ৮৮৭ জন অসহায় মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।
রোববার (৮ জুন) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামাল হোসেন।
এ সময় আল-খায়ের ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঈদুল আজহা উপলক্ষে দশটি গরু জবাই দিয়ে কোরবানির আমেজে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আল-খায়ের ফাউন্ডেশন ইউকে বাংলাদেশের পরিচালক তারেক মাহমুদ সজিব, উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান মোল্লা হিরন প্রমুখ উপস্থিত ছিলেন।
স্ট্রেচারে ভর দিয়ে আসা পৌর এলাকার নিঃসন্তান বৃদ্ধা নারী বলেন, গোশত পেয়ে তিনি খুব খুশি। গতকাল কোরবানির ঈদের দিন গোশত পেয়েছি কিন্তু এভাবে এক কেজি গোশত কেউ দেয়নি।
আল-খায়ের ফাউন্ডেশন ইউকের বাংলাদেশের পরিচালক তারেক মাহমুদ সজিব বলেন, গতকাল ঈদের দিন থেকে আমাদের সারাদেশে অসহায় মানুষদের মাঝে কোরবানির গোশত বিতরণ কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে চৌদ্দগ্রামে ১০টি গরু জবাই দেয়া হয়েছে।
উপজেলা কর্মকর্তা মো: জামাল হোসেন বলেন, কোরবানির দিতে পারা আর না পারা মানুষদের বিভেদ কমিয়ে আনার লক্ষ্যে আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ৮৮৭ পরিবারের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করা হয়েছে। এ জন্য আল-খায়ের ফাউন্ডেশনকে চৌদ্দগ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।