সাদুল্লাপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

রোববার সকালে রংপুর প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

শামীম সরদার, সাদুল্লাপুর (গাইবান্ধা)

Location :

Gaibandha
নয়া দিগন্ত

গাইবান্ধার সাদুল্লাপুরে নুরুন্নবী মিয়া (৩৫) নামে এক মুদি ব্যবসায়ী দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। এ সময় ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

রোববার (২ নভেম্বর) সকালে রংপুর প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে গত ২৮ অক্টোবর দিবাগত রাতে মিরপুর বাজার-সংলগ্ন রাস্তার মোড়ে একদল দৃর্বৃত্তের হাতে নুরুন্নবী হামলার শিকার হন।

নিহত নুরুন্নবী মিয়া সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মিরপুর এলাকার মরহুম আলীম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে নুরুন্নবী মিরপুর বাজারে তার মুদি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মিরপুর বাজার-সংলগ্ন রাস্তার মোড়ে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে পথরোধ করে। পরে তাকে হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। কিছুক্ষণ পর এলাকাবাসী টের পেয়ে ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা দ্রুত সটকে পড়ে। পরে নুরুন্নবীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যান স্বজনরা। সেখানে প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতালে রোববার তার মৃত্যু হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, নুরুন্নবী মিয়া নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।