খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গফরগাঁওয়ে সম্মিলিত দোয়া মাহফিল

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সম্মিলিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গফরগাঁওয়ে দোয়া
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গফরগাঁওয়ে দোয়া |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সম্মিলিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ১৫৫ ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সংসদীয় আসনের সর্বস্তরের জনগণের উদ্যোগে স্থানীয় আনসার নগর দারুল কোরআন মাদ্রাসার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্মিলিত দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল-ফাতাহ খান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হলেও তিনি ছিলেন পুরো বাংলাদেশের মানুষের নেত্রী। উন্নয়ন ও গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। স্বৈরাচার সরকারের কাছে মাথা নত না করে তিনি আপসহীন নেত্রী হয়েছেন।

তিনি বলেন, জাতি আজ একজন আদর্শ দেশপ্রেমিক ও দেশনেত্রীকে হারালো। ঐক্যবদ্ধ দেশ ও জাতি গঠনে বেগম খালেদা জিয়ার অগ্রণী ভূমিকা সমগ্র দেশবাসী যুগ যুগ ধরে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

পাঁচবাগ ইউনিয়ন যুবদলের সভাপতি আলাউদ্দিন ধনুর সভাপতিত্বে ও যুবদল নেতা ইয়াহিয়া খানের সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ব বক্তব্য রাখেন, পাগলা থানা বিএনপি সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, মো: আমির হোসেন ও মুকসেদুর রহমান লিটন, পাগলা থানা মৎস্যজীবিদলের আহ্বায়ক সাদির হোসেন বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, পাগলা থানা তাতীদলের আহ্বায়ক মনির হোসেন দপ্তরী, পাগলা থানা জাসাসের আহ্বায়ক আরিফুল ইসলাম কাজল, পাগলা থানা কৃষকদলের সদস্য সচিব মাহমুদুল হাসান, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য তোফাজ্জল হোসেন উজ্জ্বল, পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল কবির সেলিম, পাগলা থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ডা: ইউসুফ খান, টাংগাব ইউনিয়ন যুবদলের সভাপতি মাহফুজুর রহমান, পাঁচবাগ ইউনিয়ন বিএনপি নেতা মো: মানিক মেম্বার, উস্থি ইউনিয়ন বিএনপি নেতা নিপুণ মেম্বার, টাংগাব ইউনিয়ন বিএনপি নেতা ফজলুর রহমান ও উস্থি ইউনিয়ন কৃষকদলের সভাপতি নয়ন সরকার প্রমূখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা শ্রমিক দলের সদস্য শরীফ আহমেদ, পাগলা থানা তাতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, পাগলা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সুখেন আকন্দ, পাগলা থানা জাসাসের যুগ্ম আহ্বায়ক এখলাছ উদ্দিন উজ্জ্বল, মো: রুবেল, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য শাহ আলম বিপ্লব, পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা: আল আমিনসহ গফরগাঁও উপজেলা, পৌরসভা ও পাগলা থানা ১৫টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় দুই হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভাশেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন আনসারনগর জামে মসজিদের খতিব মাওলানা আবু হুরায়রা সালাবি।

এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।