‘সমাজ থেকে মাদক না সরাতে পারলে ভবিষ্যতে সৎ নেতৃত্ব পাওয়া যাবে না’

শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মানিকনগর বাজারে গণসংযোগ শেষে উঠান বৈঠকে জাহিদুর রহমান এ কথা বলেন।

হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Manikganj
গণসংযোগ করেন জাহিদুর রহমান
গণসংযোগ করেন জাহিদুর রহমান |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামী মনোনীত মানিকগঞ্জ-২ সংসদীয় আসনের এমপি প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান বলেছেন, ‘সৎ ও দক্ষ নেতৃত্ব ছাড়া এ দেশে উন্নয়ন সম্ভব নয়। এ দেশের তরুণ সমাজকে সততা ও দক্ষতায় গড়ে তুলতে পারলেই ভবিষ্যতে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। মাদকের সয়লাব আমাদের সমাজে সরিয়ে পড়েছে, সমাজকে যদি মাদকের সয়লাব থেকে দূরে সরাতে না পারি তাহলে ভবিষ্যতে সৎ নেতৃত্ব পাওয়া যাবে না।‘

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মানিকনগর বাজারে গণসংযোগ শেষে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

জাহিদুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামীর কর্মীরা তাদের নিজেদের পকেটের টাকা দিয়ে নির্বাচন করেন। তাদের কাউকে সন্ত্রাসী, চাঁদাবাজি ও টেন্ডারবাজি করতে হয় না। আমরা জনগণের কাছে জবাবদিহিতামূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। এ অঞ্চলের বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। কৃষকরা যেন তাদের ন্যায্য মূল্য পায় সেদিকে গুরুত্ব দেয়া হবে। একইসাথে বেকারত্ব দূর করে সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা হবে।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাসের সাথে বলতে পারি জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে এক টাকারও দুর্নীতি হবে না। এছাড়া দুর্নীতি কাউকে করতেও দেয়া হবে না। যারা দুর্নীতি করবে তাদের সবাইকে প্রতিহত করা হবে। সরকারের সকল ধরনের বাজেট জনগণের জন্যই ব্যয় করা হবে।’

এর আগে তিনি ঝিটকা হাটে গণসংযোগ করেন। গনসংযোগকালে তিনি সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান।