ময়মন‌সিংহে শিশু ধর্ষণে অভিযুক্ত গ্রেফতার

এ সময় নির্যাতিত শিশুটির বান্ধবী কৌশলে অভিযুক্তের ঘর থেকে বের হতে সক্ষম হলেও নির্যাতিত শিশু ঘরের ভিতরে অবস্থান করতে বাধ্য হয়।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ময়মন‌সিংহে শিশু ধর্ষণে অভিযুক্ত গ্রেফতার
ময়মন‌সিংহে শিশু ধর্ষণে অভিযুক্ত গ্রেফতার |ছবি : নয়া দিগন্ত

জামালপুরের মাদারগঞ্জে ৬ বছরের একটি শিশুকে অভিযোগে মো: শাহীন কুলি (৫০) এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৪ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক নয়মুল হাসান।

এ সময় তিনি বলেন, কার্টুন দেখানোর কথা বলে ওই শিশুকে ধর্ষণ করেন শাহীন কুলি। মঙ্গলবার রাতে ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

শাহীন কুলি মাদারগঞ্জের বীর লোটাবর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গত ২৯ আগস্ট ধর্ষণের শিকার হয় ৬ বছরের ওই শিশু। এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করেন। শিশুটি স্থানীয় একটি মাদরাসায় প্রথম শ্রেণিতে অধ্যয়নরত। ঘটনার দিন প্রতিবেশী খেলার সাথীর সাথে খেলাধুলা করার জন্য অভিযুক্তের বাড়ির আঙ্গিনার সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত তাদেরকে মুঠোফোনে কার্টুন দেখানোর কথা বলে দুই শিশুকে ঘরের ভেতরে নিয়ে যান। এ সময় নির্যাতিত শিশুটির বান্ধবী কৌশলে অভিযুক্তের ঘর থেকে বের হতে সক্ষম হলেও নির্যাতিত শিশু ঘরের ভিতরে অবস্থান করতে বাধ্য হয়। এ সময় মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন কুলি।

র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক নয়মুল হাসান আরো বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।