গাংনীতে আইবিডাব্লিউএফের দ্বিবার্ষিক সম্মেলন

শনিবার সকালে গাংনী সিদ্দিকিয়া সিনিয়র মাদরাসা হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Gangni
আইবিডাব্লিউএফের দ্বিবার্ষিক সম্মেলন
আইবিডাব্লিউএফের দ্বিবার্ষিক সম্মেলন |নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনীতে ইন্ড্রাস্ট্রিয়ালিস্টস বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) গাংনী উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে গাংনী সিদ্দিকিয়া সিনিয়র মাদরাসা হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়।

সম্মেলনে গাংনী উপজেলা ও পৌর শাখার জন্য পৃথক কমিটি গঠন করা হয়। ফকির মোহাম্মদকে সভাপতি ও হাসান সাঈদ সরোয়ারকে সাধারণ সম্পাদক করে গাংনী উপজেলা শাখার এবং মনিরুল ইসলামকে সভাপতি ও আব্দুস সালামকে সম্পাদক করে পৌর শাখার কমিটি গঠন করা হয়। গাংনী ও পৌর এলাকার প্রায় দেড়শ ব্যবসায়ী সম্মেলনে অংশগ্রহণ করেন।

পেশাজীবী সংগঠন আদর্শ শিক্ষক পরিষদের গাংনী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আইবিডাব্লিউএফ-এর যশোর ও কুষ্টিয়া জোনের পরিচালক আব্দুল মতিন প্রধান অতিথি এবং মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খান, জেলা জামায়াতের শূরা সদস্য নাজমুল হুদা, পেশাজীবী সংগঠনের মেহেরপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আল আমিন ইসলাম বকুল এবং আইবিডাব্লিউএফ-এর জেলা শাখার সভাপতি খালিদ সাইফুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।