ডেভিল হান্ট ফেজ-২-এর অপারেশন

রংপুর বিভাগে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নেতাসহ গ্রেফতার আরো ৪৪

অভিযানে রংপুরে সাতজন, গাইবান্ধায় দু’জন, কুড়িগ্রামে আটজন, লালমনিরহাটে পাঁচজন, নীলফামারীতে ছয়জন, দিনাজপুরে নয়জন, ঠাকুরগাঁওয়ে পাঁচজন ও পঞ্চগড় থেকে দু’জনকে গ্রেফতার করা হয়।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নেতাসহ গ্রেফতার আরো ৪৪ করা হয়েছে
রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নেতাসহ গ্রেফতার আরো ৪৪ করা হয়েছে |প্রতীকী ছবি

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অভিযানে গেলো ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত বিভাগের সাত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, অভিযানে রংপুরে সাতজন, গাইবান্ধায় দু’জন, কুড়িগ্রামে আটজন, লালমনিরহাটে পাঁচজন, নীলফামারীতে ছয়জন, দিনাজপুরে নয়জন, ঠাকুরগাঁওয়ে পাঁচজন ও পঞ্চগড় থেকে দু’জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— রংপুরের পীরগাছার হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম (৫২), বদরগঞ্জের রাধানগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল মতিন (৫০), গাইবান্ধা পৌর ছাত্রলীগ সদস্য কাঞ্চন মিয়া (৩৪), পলাশবাড়ির উপজেলা যুবলীগ সদস্য জয়নাল আবেদীন জুয়েল (৪৮), কুড়িগ্রাম চিলামারীর রানীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত আলী (৬২), নেওয়াশী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এরশাদুল আলম (৮৭), লালমনিরহাটের খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম (৩৭), হাতিবান্ধার গোতামারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন চন্দ্র বিপ্লব (২৬), নীলফামারী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন (৫৭), জলঢাকার শিমুলবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লাজু ইসলাম (৪৫), দিনাজপুরের পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি খোকন (৪৩), ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ময়নুল ইসলাম (৮০), ফুলবাড়ি পৌর যুবলীগের আব্দুল্লাহ আল নোমান (২৮), পীরগঞ্জের সেনাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল ইসলাম, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সহ-সভাপতি মোতালেব হোসেন (৫৫), পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুদরত ই খুদা মিলন (৪৫) ও দেবিগঞ্জ ১০ নম্বর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল মালেক (২৫)।

এছাড়া বাকি গ্রেফতার হওয়া ব্যক্তিরা সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহেযাগী সংগঠনের নেতাকর্মী।

রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, হত্যাচেষ্টা, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা বিভিন্ন মামলার আসামি।