বর্ষীয়ান ও খ্যাতিমান সাংবাদিক, দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব।
আজ রোববার এক শোক বিবৃতিতে ক্লাবের সাংবাদিকরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বিবৃতিতে তারা বলেন, ‘আলমগীর মহিউদ্দিন ছিলেন একজন প্রতিথযথা সাংবাদিক, যিনি গণমাধ্যমে অসামান্য অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।
বিবৃতিদাতারা হলেন- রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান ও শেখ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু হাসান, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো: শের আলী, দফতর সম্পাদক মো: জামাল উদ্দীন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন সবুজ।