এ্যানী চৌধুরী

অন্তর্বর্তী সরকারের উচিত ছিল খালেদা জিয়ার সাথে বৈঠক করা

‘স্বাধীনতার পরে আওয়ামী লীগের ভূমিকা ভালো ছিল না। রক্ষী বাহিনী দিয়ে মানুষকে অত্যাচার করেছে। দুর্নীতি করেছে। তখন দেশে দুঃশাসন ও দুর্ভিক্ষ ছিল।

আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর

Location :

Lakshmipur
অন্তর্বর্তী সরকারের খালেদা জিয়ার সাথেও বৈঠক করা উচিত ছিল
অন্তর্বর্তী সরকারের খালেদা জিয়ার সাথেও বৈঠক করা উচিত ছিল |নয়া দিগন্ত

বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের উচিত ছিল আগামীর দেশ পরিচালনা, হাসিনার বিচার, সংস্কার, জাতীয় নির্বাচন ও রাজনৈতিক বিষয় নিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার সাথে দেখা করার। দশ মাসেও সেটি করেনি। তবে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তাদের কথাবার্তা হয়েছে। তারপরেও বিএনপি আশাবাদী, আগামী দিনে অন্তর্বর্তী সরকার সেটি করবেন।’

বুধবার (২৫ জুন) দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ্যানী চৌধুরী বলেন, ‘ড. ইউনুস খুবই ভালো মানুষ। কয়েকদিন আগে তিনি লন্ডনে সফর করেছেন। সেখানে তারেক রহমানের সাথে বৈঠক হয়েছে তার। উভয়ের বৈঠকে নির্বাচন ও সংস্কারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় আলোচনা হয়েছিল। এতে শুধু বিএনপি নয় সারাদেশের মানুষ আনন্দিত। সবাইকে বুঝতে হবে, তারেক রহমান বিদেশে বেড়াতে যাননি। বাধ্য হয়ে দেশত্যাগ করেছেন। তার সাথে বৈঠক হয়েছে, এটি আমাদের চাওয়া-পাওয়া ছিল। এ বৈঠক যাদের ভালো লাগেনি তাদের চিন্তা-ভাবনা ঠিক নেই।

আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি’র এ নেতা বলেন, ‘স্বাধীনতার পরে ওদের ভূমিকা ভালো ছিল না। রক্ষী বাহিনী দিয়ে মানুষকে অত্যাচার করেছে। দুর্নীতি করেছে। তখন দেশে দুঃশাসন ও দুর্ভিক্ষ ছিল। সেখান থেকে আওয়ামী লীগ বের হয়ে আসেনি। পূর্বের ন্যায় বিগত ১৭ বছরেও দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, বিরোধী মতের লোকদের দমন-পীড়ন করেছে। তারা কখনো সাধারণ মানুষের জন্য রাজনীতি করেনি। এরা অত্যাচারিত দল, খুনির দল। এজন্যই জুলাই আন্দোলনে মানুষ ঝাপিয়ে পড়েছে।’

চরশাহী ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বচন পরিদর্শনকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র আহ্বায়ক বেল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার, সদস্য সচিব আনোয়ার হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন ভুইয়া বাবু, মো: খালেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।