ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’পক্ষের সংঘর্ষে আরফোজ মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
রোববার (২৩ নভেম্বর) সন্ধায় উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরফোজ মিয়া দেওড়া গ্রামের দক্ষিণ পাড়ার ফুল মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি-সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে বিকালে দেওড়া গ্রামের ধন মিয়া ও কালা মিয়া পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে ধন মিয়া পক্ষের আরফোজ মিয়া নামের একজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা আরো জানান, গত ১৭ নভেম্বর থেকেই দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পরে সালিশে বসে বিষয়টি নিষ্পত্তির সিদ্ধান্ত হলেও বিকেলে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোরশেদুল আলম চৌধুরী জানান, গত কয়েক দিন ধরে সেখানে উত্তেজনা চলছে। এর জের ধরেই আজকের ঘটনাটি হতে পারে।



