ফেনীতে ভিপি জয়নাল

আমৃত্যু মানুষের সেবা করতে চাই

‘মহান মুক্তিযুদ্ধে জীবনবাজী রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। দেশের মানুষের জন্য ছাত্রজীবন থেকে সংগ্রাম অব্যাহত রেখেছি। আমৃত্যু মানুষের সেবা করতে চাই।’

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনীতে ভিপি জয়নাল
ফেনীতে ভিপি জয়নাল |নয়া দিগন্ত

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ও ফেনী-২ আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধে জীবনবাজী রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। দেশের মানুষের জন্য ছাত্রজীবন থেকে সংগ্রাম অব্যাহত রেখেছি। আমৃত্যু মানুষের সেবা করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আমাকে দলীয় মনোনয়ন দিয়েছে। এই জন্য দলের প্রতি এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। আইনজীবীরা অতীতেও আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই।’

মঙ্গলবার সন্ধ্যায় শহরের ফলেশ্বর তার নিজ বাড়িতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পালন চৌধুরীর সঞ্চালনায় অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি ছাড়াও বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জিপি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন মানিক, সাবেক সভাপতি অ্যাডভোকেট মীর হোসেন ভূঁঞা, অ্যাডভোকেট শেখ বাহার উল্যাহ, অ্যাডভোকেট শহীদুল ইসলাম সেলিম, অ্যাডভোকেট সমির কর প্রমুখ।

এছাড়াও সাবেক সাধারণ অ্যাডভোকেট আমিনুল করিম মজুমদার ও অ্যাডভোকেট টিপু সোলাইমান, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, অ্যাডভোকেট রবিউল হক ও অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক প্রমুখ।

এছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।