বাংলাদেশে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হতে হবে বলে মন্তব্য করে জামায়াতের সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘সুবিচার প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তি আসবে না। ইসলাম হলো শান্তির ধর্ম। তাই শান্তি পেতে হলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।’
শনিবার (৩০ আগস্ট) বিকেলে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আগামীতে অন্যায়, সন্ত্রাস ও চাঁদাবাজির স্থান বাংলাদেশে থাকবে না। জামায়াতে ইসলামী কোরআন ও সুন্নাহর আলোকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। অন্যায়ের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’
সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মো: ওবায়দুল্লাহ ও মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা আমির মাওলানা মো: আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির জুয়েল রানা। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও আলেম-ওলামারা অংশ নেয়।