নারায়ণগঞ্জে সড়ক সংস্কার করলেন চেম্বার অব কর্মাসের পরিচালক রিয়াদ চৌধুরী

মঙ্গলবার মানুষের দুর্ভোগের অবসান ঘটাতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের অন্যতম পরিচালক ব্যবসায়ী নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগ ফতুল্লার বিভিন্ন সড়কের খানাখন্দ মেরামত করছেন।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
নারায়ণগঞ্জে সড়ক সংস্কার করলেন চেম্বার অব কর্মাসের পরিচালক রিয়াদ চৌধুরী
নারায়ণগঞ্জে সড়ক সংস্কার করলেন চেম্বার অব কর্মাসের পরিচালক রিয়াদ চৌধুরী |নয়া দিগন্ত

মানুষের দুর্ভোগের অবসান ঘটাতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের অন্যতম পরিচালক ব্যবসায়ী নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগ ফতুল্লার বিভিন্ন সড়কের খানাখন্দ মেরামত করছেন বিএনপি নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার ‘রিয়া গোপ’ স্টেডিয়ামের গেইট থেকে তক্কার মাঠ পর্যন্ত দীর্ঘ সড়ক মেরামত করা হয়।

ফতুল্লা থানা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার বলেন, ‘নারায়নগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর উদ্দ্যোগে ফতুল্লার গুরুত্বপূর্ণ একাধিক সড়কের খানাখন্দ মেরামত করা হয়েছে।’

মঙ্গলবার সকাল থেকে ফতুল্লার গুরুত্বপূর্ণ সড়ক ‘রিয়া গোপ’ স্টেডিয়ামের গেইট থেকে তক্কার মাঠ পর্যন্ত সড়কটির খানাখন্দ মেরামত করা হয়। এছাড়া ফতুল্লার কয়েকটি গুরুত্বপূর্ন খাল ও ডোবার ময়লা আবর্জনা পরিস্কার করা হয়। সপ্তাহ ব্যাপী এ সামাজিক কাজে অংশ গ্রহণ করেন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আ: খালেক টিপু, থানা শ্রমিকদলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধান, থানা সেচ্ছাসেবক দল নেতা হারুন আর রশিদ, ফতুল্লা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মিঠু খান, বিএনপি নেতা সালাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।