আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হাফেজ কামরুল ইসলাম খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে গৌরনদী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইব্রাহীমের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী পৌর শাখার আমির মাওলানা হাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন— গৌরনদী পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আজীজুর রহমান, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুফতি মো: সাইফুল ইসলাম, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো: নুরুজ্জামান, সেক্রেটারি মো: আনিছুর রহমানসহ স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মাওলানা হাফিজুর রহমান বলেন, ‘দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশায় জামায়াতে ইসলামী নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। জনগণের ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম।’
তিনি আরো বলেন, ‘বরিশাল-১ আসনের জনগণ দীর্ঘদিন ধরে ন্যায়ভিত্তিক নেতৃত্ব থেকে বঞ্চিত। ইনশাআল্লাহ, জনগণের সমর্থন পেলে মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান এই এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: ইব্রাহীম সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ না থাকায় আমরা সন্তুষ্ট। এটি সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণেরই প্রতিফলন। আশা করছি, নির্বাচন শেষ হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে।’



