পঞ্চগড়ের দেবীগঞ্জে খড়ের গাদার নিচে চাপা পড়ে শফিকুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এর সময় তার একটি গবাদি পশুরও মৃত্যু হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর-তিস্তা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শফিকুল ইসলাম চর-তিস্তা পাড়ার মরহুম গোলাম রব্বানীর ছেলে।
জানা যায়, সকালে শফিকুল গোয়ালঘর থেকে গরু বের করে বাড়ির পাশেই খড়ের গাদার নিচে বেঁধে রাখছিলেন। এসময় হঠাৎ বিশাল খড়ের গাদা ভেঙ্গে পড়লে গরুসহ চাপা পড়েন শফিকুল ইসলাম। পরে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা দ্রুত খড় সরিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করে। কিন্তু উদ্ধারের আগেই শফিকুল ইসলাম ও তার গরুটির মৃত্যু হয়।
দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় দেবীগঞ্জ থানায় অপমৃত্যু মামলা রুজু করা হবে।