ফেনীতে তারেক রহমানের জন্মদিনে খাবার ও কাপড় বিতরণ

‎বৃহস্পতিবার সন্ধ্যায় বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ গুথুমার শান্তিপাড়ায় তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
তারেক রহমানের জন্মদিনে খাবার ও কাপড় বিতরণ
তারেক রহমানের জন্মদিনে খাবার ও কাপড় বিতরণ |নয়া দিগন্ত

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে ফেনীর পরশুরামে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গিসহ খাবার বিতরণ করেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু।

‎বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ গুথুমার শান্তিপাড়ায় তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় দরিদ্র ও অসহায় ৫০০ নারী-পুরুষকে তারেক জিয়ার পক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। এছাড়া চাঁনগাজী বাজারে এক হাজার দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

‎এ সময় রফিকুল আলম মজনু বলেন, ‘আগামীর দেশনায়ক তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চাইতে দেশে আসবেন তিনি। জন্মদিনে তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া চাই।’

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক ও সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি প্রমুখ।