আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানকে কুষ্টিয়ার আদালত চত্বরে হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি ফিরোজ কায়সারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে কুষ্টিয়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: খায়রুল ইসলাম এ আদেশ দেন।
আমার দেশ সম্পাদককে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ৩৭ নম্বর আসামি ফিরোজ কায়সার দৌলতপুর উপজেলার ডাংমড়কা গ্রামের মরহুম নাহারুল ইসলামের ছেলে।
এর আগে, শুক্রবার সকালে দু’টি প্রতারণার মামলায় ফিরোজ কায়সারকে দৌলতপুরের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে কঠোর গোপনীতায় আদালতে সোপর্দ করে পুলিশ।