গোবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, বিচারের দাবি

গোবিপ্রবি শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, এক শিক্ষক ফেসবুকে ইসলাম ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেছেন; এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।

Location :

Gopalpur
অভিযুক্ত অধ্যাপক আরাফাত রহমান নোমান
অভিযুক্ত অধ্যাপক আরাফাত রহমান নোমান |নয়া দিগন্ত

গোবিপ্রবি প্রতিনিধি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আরাফাত রহমান নোমানের বিরুদ্ধে ইসলাম ও রাসূল সা:-কে নিয়ে কটুক্তির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বিচারের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেসবুকে ইসলাম ও রাসূল সা:-কে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে তার বিচারের দাবি জানান।

লিখিত অভিযোগপত্রে শিক্ষার্থীরা বলেন, আমরা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মুসলিম শিক্ষার্থীসমাজের পক্ষ থেকে জানাতে চাই, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আরাফাত রহমান নোমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ইসলামের মহামানব ও মহানবী হযরত মুহাম্মদ সা:-কে নিয়ে অবমাননাকর, কটুক্তিমূলক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতমূলক মন্তব্য করেছেন।

অভিযোগপত্রে অধ্যাপক আরাফাত রহমান নোমানের আঘাতমূলক মন্তব্যগুলো তুলে ধরা হয়।

অভিযোগপত্রে আরো বলা হয়, তার প্রকাশিত পোস্টে ব্যবহৃত ভাষা মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত করেছে। একজন শিক্ষক হিসেবে তার এমন বক্তব্য বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধিমালা, শিক্ষক নৈতিকতা নীতিমালা, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি রক্ষার মৌলিক দায়িত্বের পরিপন্থী এবং রাষ্ট্রীয় আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

অভিযোগপত্রে শিক্ষার্থীরা বলেন, এ ধরনের বক্তব্য বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করতে পারে এবং শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি করছে। আমরা মনে করি, একজন শিক্ষক হিসেবে তিনি এমন দায়িত্বহীন মন্তব্য করার নৈতিক অধিকার রাখেন না।

শিক্ষার্থীরা আরো বলেন, আমরা মুসলিম শিক্ষার্থীসমাজের পক্ষ থেকে তার বিরুদ্ধে দ্রুত তদন্ত এবং উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। একই সাথে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদানের অনুরোধ করছি।

এর আগে, ২৭ নভেম্বর আরাফাত রহমান তার নিজ ফেসবুক আইডিতে ইসলাম ধর্মের নিয়ম ও রাসূল সা:-কে নিয়ে বিভিন্ন কটুক্তিমূলক পোস্ট করেন, যা মুহূর্তের মধ্যে বিতর্কের সৃষ্টি করে।