দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দারসহ আটক ৭

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে নীল-হলুদ রঙের রেজিস্ট্রেশনবিহীন একটি পিকআপসহ সাতজনকে আটক করা হয়।

মেঘনা (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
আটক ডাকাতরা
আটক ডাকাতরা |নয়া দিগন্ত

কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা সক্রিয় একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সর্দারসহ সাতজনকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জের লক্ষীপুর গ্রামের সড়কের মাথা এলাকায় এ অভিযান চালায় ডিবি পুলিশ।

গ্রেফতাররা হলেন দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের বাসিন্দা মো: সাদ্দাম হোসেন (৩২), কুমিল্লা কোতোয়ালি উপজেলার আলেখারচর এলাকার মো: সুমন (৩০), বুড়িচং উপজেলার মো: দুলাল মিয়া (২৮), ফেনী সদর উপজেলার মো: সোলেমান রুবেল (৩৫), নোয়াখালীর কবিরহাট উপজেলার ফকির আহমেদ আলাউদ্দিন (৫৫), লক্ষীপুরের রায়পুর উপজেলার মামুনুর রশিদ সোহাগ (৩৫), ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো: শাহীন (২৫)।

সূত্র জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে নীল-হলুদ রঙের রেজিস্ট্রেশনবিহীন একটি পিকআপসহ সাতজনকে আটক করা হয়। এ সময় আরো সাত থেকে আটজন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। আটকদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে ডাকাত চক্রের সর্দার মো: সাদ্দাম হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, এ ঘটনায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারা এবং অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, ময়মনসিংহ, গাজীপুর, চাঁদপুর ও লক্ষীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।