শেরপুরে নাশকতা মামলা ২ আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

গ্রেফতার সাইফুল ও রানাকে আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।

আকরাম হোসাইন, শেরপুর (বগুড়া)

Location :

Bogura
গ্রেফতার আওয়ামী লীগ কর্মী
গ্রেফতার আওয়ামী লীগ কর্মী |নয়া দিগন্ত

বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক এমপি গোলাম মোহাম্মাদ সিরাজের ২০১৮ সালে নির্বাচনী প্রচারণার গাড়ি বহরে হামলার ঘটনায় মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মী সাইফুল ইসলাম (৪০) ও রানা মাহমুদকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর বাজার এলাকা থেকে রানা মাহমুদ এবং ওই দিন রাত ১১টার দিকে টাউনকলোনী এলাকার নিজ বাড়ি থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

সাইফুল পৌরশহরের টাউনকলোনী (দ্বারকিপাড়া) এলাকার জহুরুল ইসলামের ছেলে ও রানা উপজেলার খানপুর ইউনিয়নের ভিমজানী গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মির্জাপুর বাজার এলাকা থেকে রানা মাহমুদ এবং ওই দিন দিবাগত রাত ১১টার দিকে টাউনকলোনী এলাকার নিজ বাড়ি থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইব্রাহীম আলী জানান, হামলা, ভাংচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের নাশকতা মামলায় তদন্তে তাদের নাম আসায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাইফুল ও রানাকে আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।