গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ

এই হত্যার সাথে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachhari
সাংবাদিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ
সাংবাদিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ |নয়া দিগন্ত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুততম সময়ে গ্রেফতার করে বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পেশাজীবী সাংবাদিকেরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ পুনরায় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করেন তারা।

প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিকের সঞ্চালনয় সমাবেশে, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সিনিয়র সহ-সভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি কানন আচার্য্য বক্তব্য দেন।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার মতো আলোচিত ঘটনার বিচার হয়নি। তাই দুষ্কৃতিকারীরা সাংবাদিক হত্যা করার দুঃসাহস পায়। সাংবাদিকদের গায়ে হাত দিয়ে গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে চায় তারা। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মতো বর্তমানেও সাংবাদিকদের হত্যা করা হচ্ছে। ২৪ ঘণ্টার ব্যবধানে দু’জন সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ন্যাক্কারজনক। একজনকে গুরুতর আহত ও একজন নিহত হয়েছেন। প্রশাসনের ব্যর্থতার কারণে এসব ঘটনা ঘটছে। আসাদুজ্জামান তুহিনকে মধ্যযুগীয় কায়দায় নৃশংসভাবে হত্যাসহ সাংবাদিকদের ওপর হামলা করার মাধ্যমে দুর্বৃত্তরা গণমাধ্যম ও মুক্তচিন্তার ওপর এ হামলা চালিয়েছে।

এ সময় বক্তারা এই হত্যার সাথে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

সমাবেশে বক্তারা তুহিনের পরিবারের দায়িত্ব নেয়াসহ মতপ্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশগ্রহণ নেন।