নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুর সাজীপাড়া গ্রামের ৫ম শ্রেণির ছাত্র মো: নাহিদ হোসেন (১০) সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করে।
মৃত শিক্ষার্থী রামশার কাজীপুর গ্রামের মো: হেলাল উদ্দীনের ছেলে। সে রামশার কাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। শিক্ষার্থীর মৃত্যুতে তার পরিবার, স্কুল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থী শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টার সময় তার বাবার সাথে ব্যাটারি চালিত চার্জার ভ্যান যোগে নলডাঙ্গা যাওয়ার পথে নলডাঙ্গা উপজেলা মোড়ে আরেকটি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয়। গুরুত্বর আহত অবস্থা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৭ দিন যাবত (ISU) আইসিইউতে ভর্তি ছিল।
সমস্ত ব্যাটারি চালিত চার্জার ভ্যানগুলো বিআরটি এর আইন অনুযায়ী অবৈধ। এই ধরনের দুর্ঘটনা কমাতে অবৈধ ব্যাটারি চালিত চার্জার ভ্যানগুলো বিআরটির নিয়ন্ত্রণ করা দরকার।



