নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর বাজারে ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে তিনজন ভুয়া ডিবি সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে নলডাঙ্গা থানাধীন মোমিনপুর বাজারে এ ঘটনা ঘটে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো: খোরশেদ আলম (৪০), মো: রাকিব হোসেন (২২) ও মো: পারভেজ ইসলাম (২৩)। তারা সবাই নলডাঙ্গা উপজেলার ২নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের সরকুতিয়া এলাকার বাসিন্দা।
স্থানীয় ও ডিবি সূত্রে জানা যায়, মোমিনপুর বাজারে বাঁধন কীটনাশক ও সারের দোকানে মোটরসাইকেলযোগে এসে তিন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দোকান মালিকের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় বিষয়টি সন্দেহজনক মনে হলে দোকান মালিক আশপাশের ব্যবসায়ীদের জানালে বাজারের লোকজন একত্রিত হয়ে অভিযুক্তদের পরিচয়পত্র দেখতে চান। কিন্তু তারা কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে না পারায় জনতা তাদের আটক করে পুলিশের কাছে খবর দেয়।
নলডাঙ্গার থানার অফিসার ইনচার্জ মো: সাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী বাদি হয়ে নলডাঙ্গা থানায় মামলা করেছেন।



