ফেনীতে শিশু নাশিতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

২০২৪ সালের ৮ ডিসেম্বর (রোববার) সন্ধ্যা ৭টার দিকে স্কুলশিক্ষার্থী নাশিতকে ফেনী শহরের বিরিঞ্চি আতিকুল আলম সড়ক এলাকা থেকে অপহরণ করে সংঘবদ্ধ একটি চক্র।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনীতে শিশু নাশিতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
ফেনীতে শিশু নাশিতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

ফেনিতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নাশিত হত্যাকাণ্ডের এক বছর পার হলেও হত্যাকারীদের বিচার হয়নি। তাই ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তার এলাকাবাসী ও সহপাঠীরা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে হত্যাকাণ্ডের প্রথমবর্ষ স্মরণে এলাকাবাসী ও সাধারণ শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে আসামিদের বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।

এর আগে, নিশাতের বিদ্যালয় ফেনী গ্রামার স্কুলে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান মজনু, প্রধান শিক্ষক ডা: রাজিয়া সুলতানা ও এলাকাবাসীর পক্ষ থেকে মাওলানা কে এম বেলাল পাটোয়ারী।

বক্তারা বলেন, ‘এক বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো নাশিত হত্যার বিচার আমরা দেখতে পাইনি। আমরা আশা করছিলাম এক বছরের মধ্যে বিচার কাজ শেষ হবে। কিন্তু এখনো হয়নি। অথচ সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আমরা চাই, আসামিদের যেন দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি হয়। আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই আসামিদের।’

উল্লেখ্য, শিশু আহনাফ আল মাঈন নাশিত ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের জয়পুর গ্রামের মাঈন উদ্দিন সোহাগের ছেলে এবং শহরের আতিকুল আলম সড়কের গ্রামার স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

২০২৪ সালের ৮ ডিসেম্বর (রোববার) সন্ধ্যা ৭টার দিকে স্কুলশিক্ষার্থী নাশিতকে ফেনী শহরের বিরিঞ্চি আতিকুল আলম সড়ক এলাকা থেকে অপহরণ করে সংঘবদ্ধ একটি চক্র। পরে ১১ ডিসেম্বর এ ঘটনায় তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পরদিন বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরের পর ফেনী সদর উপজেলার শহরতলীর নির্জন এলাকা দেওয়ানগঞ্জ রেললাইনের পাশের একটি ডোবা থেকে পুলিশ শিশু নাশিতের লাশ উদ্ধার করে।