রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আখতার হোসেন বলেছেন, ‘নারী কর্মীদের প্রচার-প্রচারণায় বিএনপি বাধা, হেনস্তা ও গালিগালাজ করছে, কিন্তু প্রশাসন অত্যন্ত দুর্বল ভাবে ফাংশন করছে, এতে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।’
বুধবার (২৮ জানুয়ারি) রাতে পীরগাছার কল্যাণী ইউনিয়নের হরগোবিন্দ এলাকায় উঠান বৈঠকে তিনি এ অভিযোগ করেন।
আখতার হোসেন অভিযোগ করে বলেন, ‘সারাদেশে ১১ দলীয় জোটের নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে, অফলাইন-অনলাইনে গালি দেয়া হচ্ছে। এ প্রেক্ষিতে আমরা মনে করছি, লেভেল প্লেয়িং ফিল্ড ও নিরপেক্ষতা প্রমাণে প্রশাসনের ব্যত্যয় দেখা যাচ্ছে।’
তিনি বলেন, ‘প্রশাসন অত্যন্ত দুর্বলভাবে ফাংশন করছে। এভাবে যদি চলতে থাকে এবং বিভিন্ন জায়গায় হামলার বিষয়ে যদি বিচার নিশ্চিত করা না যায় তাহলে নির্বাচনের দিন প্রশাসন নিরপেক্ষতা রাখতে পারবে কিনা সে বিষয়ে প্রশ্ন তৈরি হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষতা ও আইন-শৃঙ্খলা আনার আহ্বান জানাচ্ছি। একইসাথে সেনাবাহিনীকে সুন্দরভাবে নামিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আহ্বান জানাচ্ছি।’



