পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষ হয় শিবচরের ২ ছাত্রদল নেতা নিহত

মুন্সিগঞ্জে পিকআপভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে শিবচর উপজেলা ছাত্রদলের দুই নেতা রোমান আহমেদ ও মুজিবুল হক দুর্জয় নিহত হয়েছেন

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
ছাত্রদল নেতা রোমান আহমেদ (২১) ও মুজিবুল হক দুর্জয় (২২)
ছাত্রদল নেতা রোমান আহমেদ (২১) ও মুজিবুল হক দুর্জয় (২২) |নয়া দিগন্ত

মুন্সিগঞ্জে পিকআপভ্যানে সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোমান আহমেদ (২১) ও মুজিবুল হক দুর্জয় (২২) নামে দুই যুবক নিহত হয়েছেন। তারা মাদারীপুরের শিবচর উপজেলা ছাত্রদলের নেতা বলে জানা গেছে।

সোমবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে মুন্সিগঞ্জ জেলার হাঁসাড়া আব্দুল্লাহপুর বাজার-সংলগ্ন এলাকার যাত্রী ছাউনির কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান পূর্ব শ্যামাইল মৃধা কান্দি গ্রামের মো: তোতা মৃধার ছেলে ও শিবচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং দুর্জয় বাহাদুরপুরের শামসুল হক মিয়ার ছেলে ও পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী।

জানা গেছে, মোটরসাইকেলে করে তারা ঢাকা থেকে শিবচর ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই রোমান নিহত হন। গুরুতর আহত দুর্জয়কে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

শিবচর উপজেলা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ তুরাগ খান এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন এবং নিহত দুই নেতার পরিবারের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, ‘রোমান ও দুর্জয় দু’জনই ছিলেন ত্যাগী, মেধাবী এবং দলের প্রতি নিবেদিতপ্রাণ কর্মী। তাদের মৃত্যু ছাত্রদলের জন্য অপূরণীয় ক্ষতি।’

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, স্থানীয় সূত্রে জেনেছি ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে এবং অপরজন ঢাকা নেয়ার পথে মারা যান।

শিবচর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: জহিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।