মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লিরচর এলাকায় রাজিয়া বেগম(২১) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
মৃত রাজিয়া বেগম উপজেলার তিল্লি ইউনিয়নের তিল্লিরচর এলাকার আব্দুল মালেকের মেয়ে।
স্থানীয়রা জানায়, রাজিয়া বেগমের সাথে তার স্বামী মো: সুমন মিয়ার(২২) সাথে প্রায় সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া হতো। এর জের ধরে মঙ্গলবার (১ জুলাই) সকালে কোনো এক সময় গৃহবধূ তার নিজ টিন সেটের ঘরে কাঠের রোয়ার সাথে ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম বলেন, ‘খবর শুনে ফোর্স পাঠিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’