রূপগঞ্জে আগুন, পুড়ে ছাই ২০ ঘর

সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Narayanganj
ইটভাটার শ্রমিক কলোনিতে আগুন।
ইটভাটার শ্রমিক কলোনিতে আগুন। |ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি ইটভাটায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে ইটভাটার শ্রমিক কলোনির ২০টি টিনের ঘর পুড়ে গেছে।

রোববার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাওঘাট এলাকার এসআরবি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আব্দুল আজিজের মালিকানাধীন এসআরবি ইটভাটায় শ্রমিক কলোনির একটি কক্ষে সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোহাম্মদ মাহফুজার রহমান জানান, সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে শ্রমিক কলোনির ২০টি ঘর ও বিভিন্ন পণ্য পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।