বৈরী আবহাওয়ায় হাতিয়ার সাথে নৌ-যোগাযোগ বন্ধ

হাতিয়ায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। সি-ট্রাক একটি আসছিল, বিকেলে যাবে কি না এখনো বলা যাচ্ছে না।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Hatia
বৈরী আবহাওয়ায় হাতিয়ার সাথে নৌ-যোগাযোগ বন্ধ
বৈরী আবহাওয়ায় হাতিয়ার সাথে নৌ-যোগাযোগ বন্ধ |সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার সাথে দেশের বিভিন্ন জেলার নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে। নিম্নচাপের কারণে হাতিয়ায় ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়া বিরাজ করছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় নোয়াখালীর হাতিয়ায় একটি সি-ট্রাক চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে যায়।

সি-ট্রাক মাস্টার আফজাল হোসেন জানান, ‘সকালে সি-ট্রাক নিয়ে তমরুদ্ধি ঘাটের উদ্দেশ্যে রওনা হই। কিন্তু নদী খুবই উত্তাল থাকার কারণে ঝুঁকির মধ্যে পড়ি। তাই বেলা ২টায় ফিরে যাওয়ার কথা থাকলেও যাওয়া হবে না।’

এদিকে নিম্নচাপের প্রভাবে জেলায় থেমে থেমে বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। এতে সাগর ও নদী উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বলা হয়েছে।

হাতিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আলা উদ্দিন বলেন, ‘হাতিয়ায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। সি-ট্রাক একটি আসছিল, বিকেলে যাবে কি না এখনো বলা যাচ্ছে না।’