লাকসামে বাসা থেকে স্কুলশিক্ষকের লাশ উদ্ধার

রোববার রাতে পৌরসভার পশ্চিমগাঁও এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মো: মিজানুর রশিদ, লাকসাম (কুমিল্লা)

Location :

Laksam
স্কুলশিক্ষকের লাশ উদ্ধার
স্কুলশিক্ষকের লাশ উদ্ধার |ফাইল ছবি

কুমিল্লার লাকসাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে একটি বাড়ি থেকে শরিফুল ইসলাম (৩০) নামে এক স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার পশ্চিমগাঁও এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শরিফুল ইসলাম চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের পোটকরা গ্রামের বাসিন্দা এবং পশ্চিমগাঁও আল আমিন ইনস্টিটিউটের খণ্ডকালীন শিক্ষক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শরিফুল গত চার মাস ধরে আল আমিন ইনস্টিটিউটে গণিতের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষকতার সুবাদে তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কাছাকাছি মরহুম শাহ আলম কাউন্সিলরের বাড়ি সংলগ্ন বাড়ির একটি ঘরে একাই থাকতেন। গত চার মাস ধরে তিনি তার ঘরে শিক্ষার্থীদের গণিত বিষয় প্রাইভেট পড়াতেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে নাঈম (১৫) নামে ওই শিক্ষকের এক ভাতিজা সেখানে গিয়ে অনেক ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দেয়। এ সময় সে দেখে যে, শরিফুল খাটের ওপর নিথরভাবে পড়ে রয়েছেন। নাঈম চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ঘটনা দেখে লাকসাম থানা পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Topics