বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করল এলাকাবাসী

দাগনভূঞায় সরকারের বিভিন্ন পর্যায়ে ধরনা দিয়েও কোনো কাজ না হওয়ায় চলাচলের সুবিধার্থে রাস্তা মেরামতে নেমে পড়েছেন এলাকার বাসিন্দারা।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
রাস্তা মেরামত করেন এলাকার বাসিন্দারা
রাস্তা মেরামত করেন এলাকার বাসিন্দারা |নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞায় সরকারের বিভিন্ন পর্যায়ে ধরনা দিয়েও কোনো কাজ না হওয়ায় চলাচলের সুবিধার্থে রাস্তা মেরামতে নেমে পড়েছেন এলাকার বাসিন্দারা।

শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার মাতুভূইয়া ইউনিয়নে এ সংস্কার কাজ পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানায়, মাতুভূঞা ইউনিয়নের ৯ নম্বর ওর্য়াডে দেলু ডাক্তার বাড়ি জামে মসজিদ সড়কটি গত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময়ে রাস্তার অবস্থা খারাপ হওয়ায় যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পরে ওই সড়কে চলাচলকারী বাসিন্দারা। পরে এলাকার যুব সমাজকে সাথে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাতুভূঞা ইউনিয়নের সাবেক ছাত্র প্রতিনিধি নাহিদুল আবেদীন সৈকত ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে শুরু করা হয় রাস্তার সংস্কার কাজ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হৃদয়, পেয়ার আহমদ, মাসুদ, নেজাম, খোকন, এমরান, ছুট্টু, স্বপন, উষা ও রাফি।

স্থানীয় বাসিন্দা ও উদ্যোক্তা নাহিদুল আবেদীন সৈকত নয়া দিগন্তকে জানান, রাস্তাটি গত বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে স্থানীয় লোকজনের চলাচলে অনেক কষ্ট হচ্ছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালেও তারা এটার পুনঃনির্মাণের কোনো উদ্যোগ নেয়নি। তাই চলাচলের স্বার্থে রাস্তাটি আমরা সংস্কার করেছি। সরকারের কাছে জোর দাবি জানাবো ক্ষতিগ্রস্ত রাস্তাটি বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে যাতে সহসাই পুনঃনির্মাণ করা হয়।