‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং বিআরটিএ ফরিদপুরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ফরিদপুর জেলা শাখার আয়োজনে এবং Volunteer for Bangladesh–Faridpur District-এর সহযোগিতায় সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
এ কার্যক্রমে সাধারণ জনগণের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ক লিফলেট বিতরণ, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসআ ফরিদপুর জেলা সভাপতি আবরাব নাদিম ইতু, সাধারণ সম্পাদক সালমান রহমান পিয়াল, সিনিয়র সহ-সভাপতি দিদারুল আলম, সমাজসেবা বিষয়ক সম্পাদক রুবেল মিয়া (হৃদয়), স্বাস্থ্যসেবা বিষয়ক সম্পাদক মো: জোবায়ের হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও Volunteer for Bangladesh–Faridpur District-এর সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যা কর্মসূচিকে আরো প্রাণবন্ত ও সফল করে তোলে।