শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে পিরোজপুরে ‘মার্চ ফর ইনসাফ’

জুলাইয়ের গণআন্দোলন ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামে শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন সাহসী নেতৃত্ব ও আপসহীন সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক। তার নির্মম হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার না হওয়া রাষ্ট্র ও বিচার ব্যবস্থার জন্য চরম লজ্জাজনক।

পিরোজপুর প্রতিনিধি

Location :

Pirojpur
শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে পিরোজপুরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি
শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে পিরোজপুরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি |নয়া দিগন্ত

জুলাইয়ের গণআন্দোলন ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের অন্যতম নেতা শহীদ শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে পিরোজপুরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজ শেষে বাংলাদেশপন্থী জনতার আয়োজনে পিরোজপুরের বড় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বড় মসজিদের সামনে এসে এক পথসভায় মিলিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘ইনকিলাব জিন্দাবাদ’সহ নানা প্রতিবাদী স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

পথসভায় বক্তারা বলেন, জুলাইয়ের গণআন্দোলন ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামে শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন সাহসী নেতৃত্ব ও আপসহীন সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক। তার নির্মম হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার না হওয়া রাষ্ট্র ও বিচার ব্যবস্থার জন্য চরম লজ্জাজনক। অবিলম্বে এই হত্যার বিচার নিশ্চিত না হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

তারা আরো বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

পথসভায় বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি অভি খান, জুলাই মঞ্চের মুখ্য প্রতিনিধি তাহমীদ, মুখ্য সংগঠক রাকিব আহমেদ, জনসংযোগ প্রতিনিধি খালিদসহ অন্য নেতারা। এছাড়া ইসলামী আন্দোলনের সদস্য আবু বকরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।