গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুষ্টিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে এন এস রোডে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সহ-সভাপতি লুৎফর রহমান কুমার।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমকাল প্রতিনিধি সাজ্জাদ হোসেন, মানবজমিন প্রতিনিধি এজে সুজন, সময় টিভি প্রতিনিধি এস এম রাশেদ, প্রথম আলো প্রতিনিধি তৌহিদী হাসান, বাংলাভিশন প্রতিনিধি হাসান আলী, কৃষি কণ্ঠের সহ-সম্পাদক আবু মনি সাকলায়েন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। এ ধরনের বর্বর হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
তারা আরো বলেন, ‘দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।’ সমাবেশে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের প্রতিবাদে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে দাঁড়িয়ে ন্যায়বিচারের দাবি জানান।



